শীতের আমেজ বজায় থাকলেও ফের ঊর্ধ্বমুখী পারদ

author-image
Harmeet
New Update
শীতের আমেজ বজায় থাকলেও ফের ঊর্ধ্বমুখী পারদ

নিজস্ব সংবাদদাতাঃ  জানুয়ারির প্রথম সপ্তাহ শেষের দিকে। তবে তাপমাত্রা বেড়েই চলেছে। রাজ্যের সর্বত্র হিমেল আমেজ অনুভূত হলেও এখনই শীতের দেখা মিলবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে, কলকাতা শহরতলি জুড়ে মিলবে কুয়াশা। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ। সর্বনিম্ন ৩৮ শতাংশ। তবে, টানা থাকবে না হিমেল আমেজ। শুক্রবার থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ফলে উধাও হবে শীত।কলকাতার মতো জেলাগুলিতেও পারদ নিম্নমুখী। আকাশ পরিষ্কার থাকায় জেলায় ঠান্ডার ভালোই দাপট থাকবে। এখনও অবধি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।