New Update
/anm-bengali/media/post_banners/uxlS5jNZ9Csyy0QSf39b.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বেলাগাম করোনা সংক্রমণ, কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোন। ২৫ থেকে একলাফে কলকাতার কনটেনমেন্ট জোন বেড়ে ৪৮। এসবের মধ্যে এবার স্বাস্থ্য ভবনেই করোনার হানা, ৬৬জন আক্রান্ত। স্বাস্থ্য ভবনের ৬৬জন কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ। ১৩৭জনের নমুনা পাঠানো হয়েছিল কল্যাণীতে, তার মধ্যে ৬৬জনের রিপোর্ট পজিটিভ আসে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us