নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকানো ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার পাঞ্জাবে বিক্ষোভের মুখে আটকাল প্রধানমন্ত্রীর কনভয়। বাধ্য হয়েই সভা বাতিল করে দিল্লি ফিরল মোদির কনভয়। এদিন ফিরোজপুরে যাওয়ার পথে ২০ মিনিট আটকে যায় মোদির কনভয়। ভাতিন্দা থেকে ফিরোজপুর যাওয়ার পথে আটকায় প্রধানমন্ত্রীর কনভয়। ভাতিন্দা বিমানবন্দর থেকে কপ্টারে হুসেইনিওয়ালা যাওয়ার কথা ছিল মোদির, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য কপ্টারের বদলে সড়কপথেই সফর মোদির। আটক থেকে ফিরে মোদি এদিন বলেন, "ভাতিন্দা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছি। মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।"