মাস্ক না পরলেই কান ধরে উঠবস !

author-image
Harmeet
New Update
মাস্ক না পরলেই কান ধরে উঠবস !

নিজস্ব সংবাদদাতাঃ ইতিমধ্যে রাজ্যে নয় হাজার ছাড়িয়েছে সংক্রমণ। কলকাতার পাশাপাশি জেলায় হু-হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। করোনাকে রুখতে যথেষ্ঠ তৎপর হয়েছে প্রাশাসন। লাঘু হয়েছে আংশিক লকডাউন। ইতিমধ্যে কড়া মনোভাব দেখাতে শুরু করেছে প্রাশাসন। বারবার সচেতন করা হয়েছে নাগরিকদের। কিন্তু এরপরও এক শ্রেণির মানুষের কানে যেন কথা পৌঁছাছে না। বেপরোয়া মনোভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। সেই কারণে হাল ধরতে এবার পথে নেমেছে পুলিশ। করোনা স্বাস্থ্য বিধি না মানায় এবার প্রকাশ্যে রাস্তায় কান ধরে উঠবস করালো কুলতলি থানার পুলিশ। কুলতলির প্রাণকেন্দ্র জামতলা বাজারে বিগত তিনদিন ধরে অবিরাম চলছে মাস্ক পরা ও করোনা সম্পর্কিত মাইকিং। পুলিশ এলাকায় এলাকায় গিয়েও মাইকিং করেছেন। করোনা সংক্রমণ রোধ করতে মানুষকে সচেতন করতে। সেই অনুরোধের পালা শেষ। এবার মাস্ক না পরলেই শাস্তি। সাধারণ মানুষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করল কুলতলি থানার পুলিশ। বুধবার থেকে চালানো অভিযানে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।