/anm-bengali/media/post_banners/nFTQI8m7vNWc4683pYrX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি একের পর এক লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ। বন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে চারবার রয়্যাল বেঙ্গল হানা দিয়েছে। কখনও কুলতলি, কখনও কুমিরমারি, কখনও আবার গোসবায়। যা নিয়ে সাধারণ মানুষ তো বটেই, উদ্বেগ বাড়ছে বন বিভাগের। এভাবে জঙ্গল ছেড়ে দক্ষিণরায় লোকালয়ে ঢুকে পড়লে সে ক্ষেত্রে মানুষের প্রাণহানির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষদের নিরাপত্তায় উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সুন্দরবনকে জাল দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা করেছে বন দফতর। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, 'সুন্দরবনের ৬২ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হবে। এর জন্য খরচ ধার্য করা হয়েছে ৭০০ কোটি টাকা।' ইতিমধ্যেই এ নিয়ে জাপানি সংস্থা জাইকাকে প্রস্তাব দিয়েছে রাজ্যের বন দফতর। বনমন্ত্রী জানিয়েছেন, 'আগামী তিন-চার মাসের মধ্যে তারা এ নিয়ে খবর পাঠাবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us