New Update
/anm-bengali/media/post_banners/EpxQLRtn8dhnNrlOhtZ9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের উত্তপ্ত কাশ্মীর। পুলওয়ামায় এনকাউন্টারে ৩ জইশ-ই-মহম্মদ জঙ্গিকে খতম করল কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক বলে জানা গিয়েছে। বুধবার পুলওয়ামার চন্দগাম এলাকায় তল্লাশি চালাচ্ছিল যৌথ বাহিনী। সেই সময়ই আচমকা সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় বাহিনীও। এরপরই মৃত্যু হয় ৩ জঙ্গির। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ২টি এম-৪ কার্বাইন ও ১টি একে রাইফেল পাওয়া গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us