​দিগবিজয় মাহালি,ঘাটালঃ বেশ কয়েকমাস আগে গুজরাট থেকে প্রায় ২ কেজি সোনা চুরি করে পালিয়ে আসে ঘাটালের এক ব্যক্তি। দোকান মালিক বানেশ্বর জানার অভিযোগের ভিত্তিতে গুজরাটের পুলিশ কর্মীরা এসে ঘাটালের আড়গোড়া এলাকা থেকে তাপস মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যান গুজরাটে। তাপস মন্ডল-এর বয়ান অনুযায়ী ৫০ লক্ষ টাকা এবং ৯৭০ গ্রাম সোনা দিয়েছিলেন রাম মান্নাকে। সেই স্বীকারোক্তি পেয়ে গুজরাট পুলিশ রাম মান্নাকে জিজ্ঞাসাবাদ করতে আসে ঘাটালে। ঘাটাল থানার পুলিশের সাহায্য নিয়ে গুজরাট পুলিশ পৌঁছে যায় ঘাটাল পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ড কুশপাতা এলাকায় রামপদ মান্নার বাড়িতে। বাড়িতে ছিলেন না রামপদ মান্না। রামপদ বাবুর স্ত্রী রুপা মান্নার সাথে দীর্ঘক্ষণের কথাবার্তা হয় পুলিশকর্মীদের। রামপদ মান্নার স্ত্রী অর্থাৎ তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্না জানান যে রামবাবু দলীয় কাজে বাইরে আছেন। এই ঘটনায় ঘাটাল জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল।