দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ মাস্ক ছাড়া কেনাবেচা চলবে না বলে পুলিশ কঠোর নির্দেশিকা দিল ব্যবসায়ীদের। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে পুলিশ। তাতে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি ব্যবসায়ী ও খদ্দেরদের মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে কেশিয়াড়ি থানার পুলিশ। জানা গিয়েছে কেশিয়াড়িতেও কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই কথা মাথায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতিতে কী করণীয়, কেমন ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তা নিয়ে কেশিয়াড়ি ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে সচেতনতামূলক বৈঠকের আয়োজন করে কেশিয়াড়ি থানার পুলিশ। উপস্থিত ছিলেন, বেলদা এসডিপিও শামিম বিশ্বাস, কেশিয়াড়ি থানার আইসি উদয় শংকর মন্ডল, দীনবন্ধু বেরা। মাস্ক ব্যবহার করা, প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরোনো, স্যানিটাইজার অথবা সাবান জল দিয়ে বারেবারে হাত ধোয়া ও অপরের সঙ্গে ৬ ফুট দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে বৈঠকে। জ্বর, সর্দি-কাশি উপসর্গ থাকলে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার কথাও বলা হয় পুলিশ তরফে।