নিজস্ব সংবাদদাতাঃ কমিয়ে দেওয়া হল দিল্লি এবং মুম্বই থেকে কলকাতা, দুর্গাপুর এবং বাগডোগরার উড়ান। উড়ান কমিয়ে দিল বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো। আগামী তিনমাস উড়ান চালু থাকবে শুধুমাত্র সোমবার ও শুক্রবার। সপ্তাহের অন্যদিনের উড়ানগুলি বাতিল ঘোষণা করা হয়েছে।