জয়ের মানসিকতা গড়তে চায় দেনার্বি

author-image
Harmeet
New Update
জয়ের মানসিকতা গড়তে চায় দেনার্বি



নিজস্ব সংবাদদাতাঃ ২০শে জানুয়ারি থেকে শুরু হবে এএফসি এশিয়ান কাপের যাত্রা। ভারতের প্রথম প্রতিপক্ষ ইরান। শেষ আটে যোগ্যতা অর্জন করতে পারলে ২০২৩ সালে বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবে ভারত। তাই ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ দেনার্বি দলের খেলোয়াড়দের মধ্যে জয়ের মানসিকতা গড়তে ব্যস্ত।