নিজস্ব সংবাদদাতাঃ একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক বিধায়ক। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই জন্য বড় পদক্ষেপ নিল বিজেপি। পুরভোটে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দিতে গেলে, বিশেষ পদক্ষেপ করা হবে ওই কাউন্সিলরের বিরুদ্ধে। জানালেন বিজেপি রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং। পুরভোটে বিজেপির প্রার্থী হতে গেলে আগে থেকে একটি পদত্যাগপত্র লিখিয়ে টিকিট দেওয়া হবে প্রার্থীদের। যাতে পরে দলবদল করলে, তাঁকে কাউন্সিলর-এর পদ ছাড়তে হয়।