মানবিক পান বিক্রেতা

author-image
Harmeet
New Update
মানবিক পান বিক্রেতা

হরি ঘোষ, জামুড়িয়াঃ  মানবিক পান বিক্রেতা। টাকা ভর্তি মানি ব্যাগ পেয়েও তা ফিরিয়ে দিলেন মালিকের হাতে। অশোক ননিয়া নামে এক পান বিক্রেতা গতরাতে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন এমন সময় বাড়ির পথে বাইপাসের পাশে তাঁর বাড়ির সামনে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন।ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ টাকা ছিল। মানিব্যাগের মধ্যে থাকা নথি থেকে মালিকের সঙ্গে যোগাযোগ করেন।অশোক ননিয়া বলেন, 'তিনি যা করেছেন তা বড় কথা নয়। অন্তত মানুষের মধ্যে যথেষ্ট সততা থাকতে হবে যাতে সে অন্যদের কষ্টে সাহায্য করতে পারে।'  তিনি আরও বলেন, আগামীকাল যদি তার সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে তার সঙ্গে কেউ একই আচরণ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেছিলেন যে টাকার সাথে ব্যাগে আধার কার্ড, ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি ছিল। যা তৈরি করতে সাধারণ মানুষকে অনেক বেগ পেতে হয়। একই  বিষয়ে মানি ব্যাগ এর মালিক মঃ মীর হাসান আনসারী জানান, গতরাতে তিনি বন্ধুদের সাথে বাইকে যাচ্ছিলেন।স্পিড ব্রেকারে ঝাঁপ দিলে তাদের মানিব্যাগ প্যান্টের পকেট থেকে বেরিয়ে রাস্তায় পড়ে যায়। তিনি অশোক ননিয়াকে তাঁর টাকার ব্যাগ ফেরত দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।