২২ তারিখেই ৪ কর্পোরেশনে ভোট

author-image
Harmeet
New Update
২২ তারিখেই ৪ কর্পোরেশনে ভোট

নিজস্ব সংবাদদাতাঃ ২২ তারিখেই ৪ কর্পোরেশনে ভোট। করোনা বিধি মেনে করা হবে নির্বাচন। নির্বাচনের আগে রোড শো, পদযাত্রা, সাইকেল বা বাইকে মিছিলে জারি  করা হয়েছে নিষেধাজ্ঞা।  প্রার্থী, পোলিং  এজেন্ট,  কাউন্টিং এজেন্টদের একটি করে টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ভোট শুরু হওয়ার ৭২ ঘণ্টা আগে বন্ধ করা হবে প্রচার। বৈঠকে আরও বলা হয় খোলা মাঠে ৫০০জনের বেশি সমাগম করা যাবে না ।