দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : চন্দ্রকোনা ২ নং ব্লকের চন্দ্রকোনা পৌরসভার ১ নং ওয়ার্ড গোবিন্দপুর জিরাট হাইস্কুলেও শুরু হল ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ। এদিন সকাল থেকে টিকা নিতে হাজির হয় স্কুলের পড়ুয়ারা। চন্দ্রকোনা ২ নং ব্লক স্বাস্থ্য দফতরের টিম ও স্কুলের শিক্ষকদের তত্ত্বাবধানে শুরু হয় ১৫-১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকাকরণ। স্কুলের প্রধান শিক্ষক শুভ্রকান্তি ঘোষ জানান, "আজ টিকাকরণের প্রথম দিন। নবম, দশম ও একাদশ শ্রেণীর গার্লসদের টিকাকরণ শুরু হয়েছে। এর জন্য সরকারি গাইড লাইন মেনে আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে। প্রথম দিনে টিকা নিতে উৎসাহ দেখা যায় পড়ুয়াদের মধ্যে। করোনা বিধিনিষেধ মেনে স্কুলে হাজির হয় পড়ুয়ারা। স্কুলের শিক্ষকরা কম্পিউটারে অনলাইন রেজিষ্ট্রেশন করে এক এক জন পড়ুয়াদের টোকেন তুলে দিচ্ছেন এবং সেই টোকেন নিয়ে স্কুলে স্বাস্থ্য কর্মীদের টিকাকরণ কাউন্টারে গিয়ে টিকা নিচ্ছেন। ছোটদের টিকাকরণের প্রথম দিনে টিকা নিয়ে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা।"