আজ থেকে মাস্কবিহীন যাত্রী ধরা পড়লেই জরিমানা

author-image
Harmeet
New Update
আজ থেকে মাস্কবিহীন যাত্রী ধরা পড়লেই জরিমানা

নিজস্ব সংবাদদাতাঃ  সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় আবারও ছন্দে ফিরতে শুরু করে রেল পরিষেবা। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ফের সংক্রমণের কোপ। করোনার রেখচিত্র এত দ্রুত বদলাচ্ছে যে আবারও বিধি-নিষেধ চালু করেছে রাজ্য সরকার। এর আগেও বিধি নিষেধ জারি থাকার সময় দেখা গিয়েছে, অনেক ক্ষেত্রে মাস্ক না পরলে জরিমানা দিতে হয়েছে যাত্রীদের। এবারও সেই নিয়ম বলবৎ থাকছে বলে জানিয়েছে রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, যাত্রীরা মাস্ক পরেছেন কি না, তা দেখার জন্য বিশেষ অভিযান চালানো হবে। আচমকা ট্রেনের মধ্যে পরিদর্শন করা হতে পারে। কারও মুখে মাস্ক না দেখা গেলেই নেওয়া হবে জরিমানা।