আইসোলেশনের মেয়াদ কমতে পারে ভারতেও!

author-image
Harmeet
New Update
আইসোলেশনের মেয়াদ কমতে পারে ভারতেও!

নিজস্ব সংবাদদাতাঃ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মনে করছেন, ভারতেও এবার প্রোটোকল বদল করার সময় এসেছে। বিশ্বের অনেক দেশই এখন ১৪ দিন বা ২১ দিনের আইসোলেশনের নিয়মে বদল এনেছে। সম্প্রতি আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন আমেরিকাবাসীর জন্য আইসোলেশনের নতুন প্রোটোকল চালু করেছে। সেখানে বলা হয়েছে করোনা আক্রান্ত হলে পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। সাতদিন পর কাজে যোগ দেওয়া যাবে। সেই পথেই এবার ভারতও হাঁটবে বলে মনে করছেন আধিকারিকরা। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিএমআর।