নিজস্ব সংবাদদাতাঃ কৃষি আইন প্রত্য়াহার হয়ে গিয়েছে ২০২১-সালেই। তবুও নতুন বছরে তরজা কাটছে না পুরনো আইন নিয়ে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঝগড়াই করে বসলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। তাঁর কথায় “প্রধানমন্ত্রী অবিবেচক ।প্রসঙ্গত রবিবার হরিয়ানার দাদরিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। সেখানেই তিনি জানান যে সম্প্রতিই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কৃষকদের সমস্যা নিয়ে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু ৫ মিনিটের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। তিনি বলেন, “প্রধানমন্ত্রী অবিবেচকের মতো ব্যবহার করেছেন। আমি যখন বললাম যে আমাদের ৫০০ জন কৃষকের মৃত্যু হয়েছে, উনি আমায় প্রশ্ন করেন যে ওনার জন্য কী মৃত্যু হয়েছে জবাবে আমি বলি হ্যাঁ, কারণ আপনিই রাজা। যাইহোক, শেষ অবধি ওনার সঙ্গে আমার ঝগড়া হয়। উনি আমায় অমিত শাহের সঙ্গে দেখা করতে বলেন, আমি তাই করি।”