রাজ্য সরকারের জারি করা করোনা বিধিনিষেধে বন্ধ মাইথন পর্যটন কেন্দ্র!

author-image
Harmeet
New Update
রাজ্য সরকারের জারি করা করোনা বিধিনিষেধে বন্ধ মাইথন পর্যটন কেন্দ্র!

রাহুল পাসওয়ান, আসানসোলঃ করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। ৩ জানুয়ারী অর্থাৎ আজকে থেকে কার্যকর হয়েছে রাজ্য সরকারের করোনার বিধিনিষেধ। যেমন পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশে  আসানসোলের মাইথন পর্যটন কেন্দ্রটিও আপাতত বন্ধ রাখা হয়। শীতের মরসুম মানে পিকনিক।  বহু দূরদুরন্ত থেকে আসে পর্যটকরা। আর সারা বছর এই সময়ের অপেক্ষায় থাকে নৌচালক থেকে এলাকার ব্যবসায়ীরা। আর মাইথন পর্যটন কেন্দ্রে পর্যটকদের আসাতে খুশি দেখা গিয়েছিল নৌচালকদের মধ্যে। আর করোনার জন্য মাইথন পর্যটন কেন্দ্রটি আপাতত বন্ধ। আর তাই অসুবিধার মধ্যে পড়েছেন নৌচালকরা।  এই বছর অনেক আশা ছিল যে পর্যটক বাড়বে নৌচালকদের অর্থ উপার্জন হবে কিন্তু তা আর হল না। রাজ্য সরকারের ঘোষণা মতো আপাতত বন্ধ মাইথন পর্যটন কেন্দ্র। নৌচালকরা গোষ্ঠীর মাধ্যমে ঋণ নিয়ে নৌকা ও স্পিডবোট কিনে ছিল এখন এই পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ার ফলে এই ঋণশোধ নিয়ে মাথায় চিন্তার ভাঁজ পড়েছে তাঁদের। প্রশাসনের পক্ষ থেকে আপাতত মাইথন পর্যটন কেন্দ্রটি বন্ধ তার নোটিশ লাগানো হয়েছে চলছে পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচার পর্যটন কেন্দ্র বন্ধের। তবে পর্যটক আজকেও পিকনিক করতে মাইথনে আসলে পর্যটক দের ঘুরিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।