নিজস্ব সংবাদদাতাঃ বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবন। ভবনের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। দমকলের ৩৬টি ইঞ্জিন ১০ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়েও আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারেনি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই পার্লামেন্ট চত্বরে যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। কীভাবে আগুন লাগল সে সম্পর্কে সরকারি ভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।