নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে, রবিবার পশ্চিমবঙ্গ সরকার কঠোর বিধিনিষেধ চালু করার নির্দেশিকা জারি করেছে। ব্রিটেন থেকে আগত বিমান পশ্চিমবঙ্গে না নামতে পারার কথা আগেই জানিয়েছিল সরকার। এবার দেশীয় বিমান পরিষেবার ক্ষেত্রে বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, দিল্লি ও মুম্বই থেকে সপ্তাহে দু’দিন বঙ্গে আসতে পারবে বিমান।