New Update
/anm-bengali/media/post_banners/b3vMianfbPOUZz01F2iR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘদিন বিরাটের ব্যাটে রানের দেখা নেই। তবে এবারে প্রোটিয়াদের হারিয়ে তাঁর নেতৃত্বে অনন্য জয় ছিনিয়ে এনেছে ভারত। তবে দ্বিতীয় টেস্ট সিরিজের খেলা হবে জোহেনসবার্গে। এই জোহেনসবার্গের মাঠেই দ্রাবিড়ের রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি। দ্রাবিড় ১১টি ম্যাচে ৬২৪রান করেছিলেন। এই স্কোরকে ছুঁতে কোহলির দরকার মাত্র ১৪ রান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us