New Update
/anm-bengali/media/post_banners/r2up7Y5lo8dgt7EGX4p3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সীমান্তে পাচার রুখতে বড় সিদ্ধান্ত নিল বিএসএফ। পুরুষদের পাশাপাশি এবার মেয়ে চোরাচালানকারীদের ওপর নজর রাখতে ভারত-বাংলা সীমান্তে মহিলা কনস্টেবল মোতায়েন করল বিএসএফ। বিএসএফ-এর কনস্টেবল সুহাসিনী পুহান জানান, 'সীমান্তের ওই পাশে একটি গ্রাম রয়েছে যা আংশিকভাবে ভারতের অন্তর্গত। প্রায় ৫৬ জন মহিলা আছেন যারা সেই গ্রামে বাস করেন এবং ভারত ও বাংলাদেশ উভয় দেশে ভ্রমণ করেন। তাই ভারতে প্রবেশের আগে তাদের তল্লাশি করার জন্য মহিলা কনস্টেবল মোতায়েন করা হয়েছে।' সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা জানান, 'ভারত-বাংলাদেশ সীমান্তে টহল বাড়ানোর জন্য সীমান্ত পার হয়ে আসা এবং ভারতে অবৈধ পদার্থ পাচারের সাথে জড়িত সন্দেহে মহিলাদের তল্লাশির জন্য মহিলা কনস্টেবল মোতায়েন করা হয়েছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us