/anm-bengali/media/post_banners/2IvQMK2BG01Lld9JVARm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনা ও ওমিক্রনের চোখ রাঙানির মধ্যে দিয়েই স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নতুন এক সংক্রমণ। ইজরায়েলে ধরা পড়ল ফ্লোরোনা রোগ। করোনা সংক্রমণ ও ইনফ্লুয়েঞ্জার জোড়া আক্রমণের ফলে শরীরে বাসা বাঁধছে এই নতুন রোগ। এই রোগে প্রথম আক্রান্ত হলেন ইজরায়েলের এক অন্তঃসত্ত্বা মহিলা। চলতি সপ্তাহে একটি স্বাস্থ্য কেন্দ্রে প্রসব যন্ত্রণা নিয়ে ভরতি হয়েছিলেন তিনি। করোনার একটি টিকাও নেননি সেই মহিলা। নিয়ম মাফিক করোনা পরীক্ষা করা হলে, তাঁর রিপোর্ট পজেটিভ আসে। পরে জানা যায়, ওই মহিলা ইনফ্লুয়েঞ্জাতেও আক্রান্ত হয়েছেন। দুই সংক্রমণের নাম মিলিয়েই এই নতুন রোগের নাম রাখা হয়েছে ফ্লোরোনা। দেশে প্রথম ফ্লোরোনা রোগীর খোঁজ মেলার পরই উদ্বেগ তৈরি হয়েছে। ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফ্লোরোনায় আক্রান্ত ওই মহিলার উপর কড়া নজর রাখা হচ্ছে, বিভিন্ন শারীরিক পরীক্ষাও করা হচ্ছে। নতুন সংক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে, সেই সম্পর্কে কোনও ধারণা না থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতেই অনুরোধ করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us