আচমকা ভূমিধস খনি অঞ্চলে

author-image
Harmeet
New Update
আচমকা ভূমিধস খনি অঞ্চলে

নিজস্ব সংবাদদাতাঃ খারাপ খবর দিয়েই শুরু হচ্ছে নতুন বছর। সকালেই বৈষ্ণদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। বেলা গড়াতেই ফের এক ভয়াবহ বিপর্যয়ের খবর মিলল। হরিয়ানার একটি খনি অঞ্চলে ভূমিধস নেমেছে, কমপক্ষে ১৫ থেকে ২০ জন মাটি চাপা পড়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১০টা-১১টা নাগাদ আচমকাই হরিয়ানার ভিওয়ানি জেলায় একটি খনি অঞ্চলে ভূমিধস নামে। ঘটনায় কমপক্ষে ১৫ থেকে ২০ জন নিখোঁজ হয়ে গিয়েছেন। বেশ কয়েকটি গাড়িও মাটির নীচে চাপা পড়ে যাওয়ার খবর মিলেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। এখনও অবধি তিনজনকে উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। একজনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। সরকারের তরফে ভূমিধসের কারণ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে পাহাড় কাটতে গিয়েই এই বিপর্যয় নেমে এসেছে বলে মনে করা হচ্ছে।