New Update
/anm-bengali/media/post_banners/CJCQFsVhmWOiuURzL5zu.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিজের তৈরি দানব গিলতে বসেছে পাকিস্তানকে। ইতিমধ্যে স্বতন্ত্র সত্ত্বা প্রকাশ করতে শুরু করেছে আফগান তালিবান। এহেন পরিস্থিতিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গিগোষ্ঠীর সঙ্গে গুলির লড়াইয়ে চার সৈনিক নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। পাক সেনাবাহিনী জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের মির আলি শহরে জঙ্গি দমন অভিযানের সময় জেহাদিদের সঙ্গে লড়াই বাঁধে নিরাপত্তারক্ষীদের। বেশ কিছুক্ষণ তুমুল গুলির লড়াইয়ে এপর্যন্ত প্রাণ হারিয়েছেন চারজন সৈনিক। গ্রেপ্তার করা হয়েছে এক টিটিপি জঙ্গিকে। ধৃত জঙ্গির কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে, পাক সেনার দাবি উড়িয়ে টিটিপি দাবি করেছে, ওই সংঘর্ষে সাত পাক সেনাকে খতম করেছে তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us