New Update
/anm-bengali/media/post_banners/XPopIJoEvQZV3umxXWeR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরের শুরুতেই ফের বাঘের আতঙ্কে কাঁটা গোসাবা। শুক্রবারের পর শনিবার ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ। সাতজেলিয়ার চরগেরির ৩-৪ কিলোমিটার পশ্চিম দিকে পরশমণি গ্রামে বাঘের টাটকা পায়ের ছাপ দেখা যায়। বাঘটি জায়গা পরিবর্তন করছে বলেই অনুমান বনকর্মীদের। বনকর্মীরা খবর পাওয়া মাত্রই ওই এলাকা জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছেন। পটকা ফাটিয়ে চলছে বাঘ তাড়ানোর চেষ্টা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us