জানুয়ারির জন্য কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর?

author-image
Harmeet
New Update
জানুয়ারির জন্য কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর?

নিজস্ব সংবাদদাতাঃ পূর্বাভাসেই সিলমোহর প্রকৃতির। মন ভরাতে পারল না শীত। ডিসেম্বরের অধিকাংশ দিনই সর্বনিম্ন তাপমাত্রা রইল স্বাভাবিকের উপরে। হাতে-গোনা দিনে জাঁকিয়ে শীতের আমেজ। সারা মাসের রাতের তাপমাত্রা গড় স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। ডিসেম্বর শেষ। জানুয়ারিতে কি কপাল খুলবে? শীত ফিরছে। আপাতত কয়েকদিন ঠান্ডাও পাওয়া যাবে। কিন্তু প্রথম সপ্তাহের শেষেই দুয়ারে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা। ফলে এখন জাঁকিয়ে শীতের আশা কমই। শনিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকবে। জেলাতে আরেকটু কম। জানুয়ারির প্রথম দশ দিনে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রা কমবে। তারপর ফের পশ্চিমী ঝঞ্ঝার বাঁধা।