New Update
/anm-bengali/media/post_banners/X4Hb6pbLijd1AEF2YxhL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রোমানদের দরজার দেবতা জানুস। দরজার দেবতার নামানুসারে জানুয়ারি মাসের নাম, তাই জানুয়ারি মাসকেই নতুন বছরে প্রবেশের দ্বার হিসেবে বেছে নেওয়া হয়। তখন থেকেই ১ জানুয়ারি নববর্ষ উদযাপনের শুরু। ওইদিন তাঁকে উপহার দিয়ে, উপহারের বিনিময়ের মাধ্যমে, লরেল গাছের পাতায় বাড়িঘর সাজিয়ে দিনটিকে উদযাপন করা হতো। তবে সর্বশেষ পোপ ত্রয়োদশ গ্রেগরি ১৫৮২ সালে এই ক্যালেন্ডারের পরিবর্তন ঘটিয়ে বর্তমান কাঠামোতে নিয়ে আসেন। এই পরিবর্তিত ক্যালেন্ডারে নতুন বর্ষের শুরু হয় ১ জানুয়ারি। জানুয়ারি মাসের প্রথম দিনটি মধ্যযুগে ধর্মীয় দিক দিয়ে গুরুত্বপূর্ণ ছিল। বিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে পাশ্চাত্য সভ্যতার সম্প্রসারণের কারণে এখন ১ জানুয়ারিতেই বিশ্বব্যাপী নববর্ষ পালন করা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us