নিজস্ব সংবাদদাতাঃ গলা ব্যাথা করছে? জ্বর জ্বর মনে হচ্ছে? দেরি না করে এখনই কোভিড টেস্ট করান। এমনটাই বলছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সম্প্রতি কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, নাগরিকদের কারও জ্বর, মাথাব্যথা, গলা ব্যথা, শ্বাসকষ্ট, শরীরে ব্যথার অনুভূতি, স্বাদ বা গন্ধ না পাওয়া, ডায়রিয়া – এই সব উপসর্গ যদি দেখা যায়, তবে তাদের কোভিডের সন্দেহভাজন রোগী হিসাবে বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই তাঁদের করোনা পরীক্ষা করাতে হবে।