নিজস্ব সংবাদদাতাঃ করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে প্রায় সকলেই জেনে গিয়েছিলেন শারীরিক দূরত্ব রক্ষার পাশাপাশি মাস্ক ব্যবহার করলেই সংক্রমণের হাত থেকে অনেকটাই রেহাই মিলতে পারে। চিকিৎসক এবং বিশেষজ্ঞরা জানিয়েছিলেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা ছাড়া বাকিদের সাধারণ মাস্ক ব্যবহার করলেই চলবে। তবে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপট বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই চিকিৎসকরাই এবার জানাচ্ছেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদেরও বাড়তি সুরক্ষার জন্য 'এন৯৫' মাস্ক ব্যবহার প্রয়োজন।