নিজস্ব সংবাদদাতাঃ বর্ষশেষের আগে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তারমধ্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই আতঙ্কের মাঝেই মাস্ক নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউতকে নাসিকের এক অনুষ্ঠানে মাস্ক ছাড়াই পাওয়া দেখা গিয়েছিল তাঁকে । স্বভাবতই সাংবাদিকরা সাংসদকে প্রশ্ন করেন, কোভিড বাড়ছে, এই সময়ে তিনি কেন মাস্ক পরে নেই? জবাবে শিবসেনা মুখপাত্র বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে মাস্ক পরার কথা বলেন, কিন্তু তিনি নিজেই মাস্ক পরেন না'। তিনি আরও জানান 'আমি দেশের নেতাকে অনুসরণ করেই মাস্ক পরিনি। সাধারণ মানুষও প্রধানমন্ত্রীকে দেখেই মাস্ক পরছেন না'। মাস্ক নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি সকলকে সাবধানও করেছেন সঞ্জয় রাউত।