IED বিস্ফোরণে উত্তপ্ত সুকমা, আহত কোব্রা জওয়ান

author-image
Harmeet
New Update
IED বিস্ফোরণে উত্তপ্ত সুকমা, আহত কোব্রা জওয়ান

নিজস্ব সংবাদদাতাঃ বছরের শেষ দিনেও উত্তপ্ত হয়ে উঠল ছত্তিশগড়ের সুকমা। জানা গিয়েছে, শুক্রবার জেলার কিস্তারাম এলাকার কাছে একটি আইডি বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণের জেরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর এক কোব্রা কর্মী আহত হয়েছেন। ওই কোব্রা জওয়ানকে ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।