New Update
/anm-bengali/media/post_banners/IIEKm5vj3gArAEaT0uMv.jpg)
দিগবিজয় মাহালি, ডেবরাঃ বৃহস্পতিবার মাঝ রাতে ডেবরা ব্লকের লোয়াদা এলাকা থেকে চোলাই মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ডেবরা থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম দুলাল দাস। বাড়ী লোয়াদা এলাকায়। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে চোলাই মদের ঠেকে হানা দেয়। উদ্ধার হয় ২১ লিটার চোলাই মদ। গ্রেফতার করা হয় দুলাল দাসকে। শুক্রবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হবে এমনটাই পুলিশ সূত্রে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us