অবশেষে ধর্মঘট প্রত্যাহার দিল্লির চিকিৎসকদের

author-image
Harmeet
New Update
অবশেষে ধর্মঘট প্রত্যাহার দিল্লির চিকিৎসকদের

নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েকদিনের অস্থিরতার পরে অবশেষে স্বস্তি। ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত দিল্লির আবাসিক চিকিৎসকদের। শুক্রবার বেলা ১২টা থেকেই ফের কাজে ফিরবেন তাঁরা। দিল্লির যুগ্ম পুলিশ কমিশনার ও আবাসিক চিকিৎসকদের সংগঠন ফোর্ডার প্রতিনিধিদের মধ্যে হওয়া বৈঠকের পরই বরফ গলেছে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে ফোর্ডার সভাপতি ড. মণীশ জানিয়েছেন, ”গতকাল সন্ধ্যায় আমাদের সঙ্গে দিল্লির যুগ্ম পুলিশ কমিশনারের আলোচনা হয়েছে। দিল্লি পুলিশ চিকিৎসকদের বিরুদ্ধে জারি হওয়া এফআইআর গুলি বাতিল করার প্রক্রিয়া শুরু করেছে।” সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যুগ্ম কমিশনার একটি ভিডিও বার্তায় ডাক্তার ও পুলিশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক ফের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।