New Update
/anm-bengali/media/post_banners/3QWFRLMN2zHDcqKtYNfp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শীতের রাতে আচমকা অগ্নিকাণ্ড। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ারে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির দগ্ধ দেহ। কে ওই ব্যক্তি? আত্মঘাতী হয়েছেন তিনি, নাকি অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে, তা এখনও ধোঁয়াশা। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার শহরে ১ নম্বর অসম গেটে রেলওয়ে ফ্লাইওভারের নিচে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। স্থানীয়রা বিষয়টি দেখামাত্রই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এরপরই ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দগ্ধ দেহ। তাঁর মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই ঘনীভূত হয়েছে রহস্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us