New Update
/anm-bengali/media/post_banners/GPaS12KmxCwdLlPszsHx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনা পরিস্থিতিতে ঝুলে রইল আই লিগের ভাগ্য। ৮ জন ফুটবলারের পাশাপাশি তিনজন অফিসিয়ালের করোনা ধরা পড়ায়, ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হল আই লিগ। ঠিক হয়েছে, ফেডারেশন কর্তারা ফের নিজেদের মধ্যে আলোচনায় বসে পরিস্থিতি দেখে ঠিক করবেন, এই মরশুমে আদৌ আই লিগ চালানো সম্ভব কি না? আই লিগ বাতিল করে দিলে, এতজন ফুটবলারের রোজগারেও টান পড়বে। ঠিক হয়, এখনও আই লিগ বাতিল না করে, এদিন ফের ফুটবলারদের করোনা পরীক্ষা করা হবে। ১ এবং ৩ জানুয়ারিতেও ফের করোনা পরীক্ষা হবে ফুটবলারদের। যদি দেখা যায়, আর কেউ করোনা আক্রান্ত হননি, তাহলে আই লিগ ফের শুরু হবে। নতুন করে কেউ করোনা আক্রান্ত হলে বাতিল হবে আই লিগ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জন্য কর্তারা ফের আলোচনায় বসবেন ৪ জানুয়ারি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us