তৃতীয় ঢেউ! রাজ্যে স্টুটেন্ডস উইক নিয়ে জোর বিতর্ক

author-image
Harmeet
New Update
তৃতীয় ঢেউ! রাজ্যে স্টুটেন্ডস উইক নিয়ে জোর বিতর্ক



নিজস্ব সংবাদদাতাঃ কোভিড পরিস্থিতির মধ্যেই পড়ুয়া জমায়েতের ডাক। রাজ্যের শিক্ষা দফতরের নোটিস নিয়ে এবারে জোর বিতর্ক বাংলায়। ১ থেকে ৭ জানুয়ারি স্টুটেন্ডস উইক। তিন তারিখে এক অনুষ্ঠানে নেতাজি ইন্ডোরে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের মধ্যে কোভিড সংক্রমণের আশঙ্কায় ইতিমধ্যেই সরব বিরোধীরা। প্রত্যেক জেলায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্টুডেন্টস উইক পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই, রাজ্যের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও নির্দেশিকার কপি পাঠানো হয়েছে।