/anm-bengali/media/post_banners/ghfCBm90oDUijUDzmgu4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চাঞ্চল্যকর ঘটনা ঘটল চেন্নাইয়ে। তামিলনাড়ুর পুদুকোট্টাইতে সিআইএসএফ ফায়ারিং রেঞ্জের কাছে খেলার সময় ১১ বছরের এক কিশোরের মাথায় বুলেট লাগে। জানা গিয়েছে, সেইসময়ে সিআইএসএফ-এর জওয়ানরা ক্যাম্পাসে প্রশিক্ষণ নিচ্ছিলেন। গুরুতর আহত অবস্থায় ছেলেটি বর্তমানে তাঞ্জাভুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, সিআইএসএফ কর্মীদের একজনের রাইফেল থেকে একটি গুলি রেঞ্জ থেকে কিছুটা দূরে খেলা ছেলেটির মাথায় গিয়ে লাগে। ছেলেটি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ কর্মীরা সাহায্যের জন্য ছুটে যান এবং ছেলেটিকে পুদুকোট্টাই সরকারী হাসপাতালে নিয়ে যান। যদিও তাকে তাঞ্জাভুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা ওই ছেলেটির অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র মারফত খবর, ছেলেটির নাম পুঘঝেন্ধি। সে পুদুকোট্টাই জেলার নার্থমালাই গ্রামের বাসিন্দা। পুদুকোট্টাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার কীভাবে দুর্ঘটনাটি ঘটেছিল সে সম্পর্কে তারা সিআইএসএফ কর্মীদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us