New Update
/anm-bengali/media/post_banners/n9D4iTW66QGCjEJcaTYY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের উন্নাও পরিদর্শনে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর এদিন মোরাদাবাদে এক জনসভায় দাঁড়িয়ে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে এক হাত নেন অমিত শাহ। তিনি বলেন, ''নিজাম' মানে শাসন কিন্তু অখিলেশ যাদবের কাছে 'N' এর অর্থ 'নাসিমউদ্দিন', 'I' এর অর্থ 'ইমরান মাসুদ', Z A-এর অর্থ 'আজম খান' ও M-এর অর্থ মুখতার আনসারি। আমি আপনাদের সকলকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি অখিলেশের নিজাম চান নাকি যোগী-মোদীর উন্নয়ন নিজাম?। অখিলেশ যাদবের সরকারে ৭০০ দাঙ্গা হয়েছে কিন্তু আজ যোগী সরকারে দাঙ্গাকারীরা চোখ তোলার সাহস পাচ্ছে না।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us