আগুনে ভস্মীভূত গোয়ালঘর,জখম দুটি গবাদিপশু

author-image
Harmeet
New Update
আগুনে ভস্মীভূত গোয়ালঘর,জখম দুটি গবাদিপশু

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সাঁটিতেতুল গ্রামের। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার হঠাৎই আগুন দেখতে পান এলাকায় কর্মরত ১০০ দিনের শ্রমিকরা। ১০০ দিনের শ্রমিকরা ছুটে গিয়ে এলাকা থেকে বালতি সংগ্রহ করে পুকুর থেকে জল নিয়ে জল ঢেলে আগুন নেভানোর কাজ করে। আগুনের তাপে দুটি গবাদিপশু অসুস্থ হয়। গোয়ালঘরে রাখা আগুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের।