New Update
/anm-bengali/media/post_banners/tDg82OtOipJvOHA4bxsA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের বাঘের দেখা মিলল সুন্দরবনে। লঞ্চ থেকেই দক্ষিণরায়কে ক্যামেরাবন্দি করলেন পর্যটকেরা। কুলতলির পর সুধন্যখালি এলাকায় দেখা মিলল রয়্যাল বেঙ্গলের। বেড়াতে এসে তার দেখা পেয়ে বেজায় খুশি কলকাতার পর্যটকেরা। ভরা পর্যটনের মরশুম। সুন্দরবনে বেড়াতে এসেছেন বহু মানুষ। কলকাতা থেকেও সেখানে বেড়াতে গিয়েছেন অনেকে। এমনই একদল পর্যটক লঞ্চে চড়ে সুধন্যখালি এলাকায় ঘুরছিলেন। জলে কুমীর আর ডাঙায় বাঘ দেখতেই তাদের আগমন। তাদের খালি হাতে ফেরালেন না বনবিবি-ও। দেখা মিলল দক্ষিণরায়ের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us