ইউরো থেকে রোনাল্ডো বিদায়, শেষ আটে বেলজিয়াম

author-image
Harmeet
New Update
ইউরো থেকে রোনাল্ডো বিদায়, শেষ আটে বেলজিয়াম

​নিজস্ব সংবাদদাতাঃ শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইউরো অভিযান। বলা ভাল কেরিয়ারের শেষ ইউরোটা খেলে ফেললেন হয়ত পর্তুগীজ সুপারস্টার। সেভিয়াতে ইউরোর হাইভোল্টেজ প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচে বেলজিয়ামের ১-০ গোলে হেরে বিদায় নিল ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। ম্যাচের একমাত্র গোলটি করেন থোর্গান হ্য়াজার্ড।