সংক্রমণের সুনামি নিয়ে সতর্কবার্তা

author-image
Harmeet
New Update
সংক্রমণের সুনামি নিয়ে সতর্কবার্তা


নিজস্ব সংবাদদাতাঃ বছরের শেষেও পিছু ছাড়ল না করোনা। বিশ্বজুড়ে ডমিনেন্ট ভ্যারিয়েন্টে পরিণত হয়েছিল ডেল্টা। উপরি পাওনা হিসাবে জুটেছে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন'ও। দুই সংক্রমণের ঠেলায় বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ও পরিকাঠামোর উপর প্রবল চাপ সৃষ্টি হতে চলেছে বলেই জানানো হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। সম্প্রতি হু-র তরফে জানানো হয়, ওমিক্রন ও ডেল্টা সংক্রমণ মিলিতভাবে করোনা সংক্রমণের সুনামি ডেকে আনতে পারে।