নিজস্ব সংবাদদাতাঃ বছরের শেষেও পিছু ছাড়ল না করোনা। বিশ্বজুড়ে ডমিনেন্ট ভ্যারিয়েন্টে পরিণত হয়েছিল ডেল্টা। উপরি পাওনা হিসাবে জুটেছে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন'ও। দুই সংক্রমণের ঠেলায় বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা ও পরিকাঠামোর উপর প্রবল চাপ সৃষ্টি হতে চলেছে বলেই জানানো হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। সম্প্রতি হু-র তরফে জানানো হয়, ওমিক্রন ও ডেল্টা সংক্রমণ মিলিতভাবে করোনা সংক্রমণের সুনামি ডেকে আনতে পারে।