এক নজরে দেখে নিন আজকের আবহাওয়া

author-image
Harmeet
New Update
এক নজরে দেখে নিন  আজকের আবহাওয়া

​নিজস্ব সংবাদদাতাঃ সকাল থেকে আকাশ মেঘলা। কোনও কোনও সময় দুএক ফোঁটা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাধারণভাবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি। এছাড়া জলীয় বাষ্পও বেশি। সেই কারণে অস্বস্তির আবহাওয়া রয়েছে বলেও জানানো হয়েছে। সোমবার সকাল পর্যন্ত কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুন মঙ্গলবার সকাল পর্যন্ত সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।