নিজস্ব সংবাদদাতাঃ আবারও জিটিএ প্রশাসক মণ্ডলীর উপর ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তহবিলে ব্যাপক অঙ্কের অপব্যবহারের অভিযোগ তুলেছেন রাজ্যপাল। তাঁর কথায়, ‘দুর্নীতির আখড়া’য় পরিণত হয়েছে জিটিএ। জিটিএ-র কাজকর্মের যাবতীয় রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জগদীপ ধনখড়। ৩০ ডিসেম্বর অর্থাৎ, বৃহস্পতিবারের মধ্যে সেই রিপোর্ট জমা করার কথা বলেছেন তিনি।