অগ্নিমিত্রার 'মারের বদলে মার'-এর পাল্টা জবাব তৃণমূলের

author-image
Harmeet
New Update
অগ্নিমিত্রার 'মারের বদলে মার'-এর পাল্টা জবাব তৃণমূলের

রাহুল পাসওয়ান, আসানসোল : আগামী ২২ জানুয়ারি আসানসোল পুরনিগমের ভোটের দিন ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে ১০৬টি ওয়ার্ডের নমিনেশনের কাজ শুরু হয়েছে। চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিজেপির জেলা দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, "কলকাতার ভোটের রেজাল্ট দেখে ভাববেন না এখানে ওরকম হবে। এখানে আমাদের সংগঠন অনেক মজবুত। এখানে টিএমসি ভয় দেখালে মারের বদলা মার হবে।"

ঘটনা প্রসঙ্গে তৃণমুল কংগ্রেসের ১০৬টি ওয়ার্ডের অবজারভার ভি সিবদাশন বলেন, "মুখে বলা সহজ, করে দেখাক না। মারামারি করতে গেলে সংগঠন দরকার। বিজেপিতে লোক নেই। আমরা ও পথে হাঁটছি না।"

তৃনমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টাপাধ্যায় বলেন, "আমাদের দলের নির্দেশ আছে, সকলে যেন ভাল ভাবে ভোট দিতে পারে। আমরা চেষ্টা করব, আমাদের কর্মীরা যেন কোন ঝামেলায় জড়িয়ে না পরে। তবে বিজেপির কে কি বলল তা নিয়ে ভাবছি না। বিজেপি যদি আমাদের ক্ষমতা দেখতে চায় তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে।"

পুর ভোটের দিন ঘোষনার পরেই দলীয় নেতাদের বাকযুদ্ধে সরগরম হতে শুরু করেছে আসানসোলের রাজনীতির পারদ।