জামিন পাবেন না আরমান কোহলী !

author-image
Harmeet
New Update
জামিন পাবেন না আরমান কোহলী !

নিজস্ব সংবাদদাতাঃ  গত অগস্ট মাসে মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা এবং প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলী। আরমানের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেছিল  এনসিবি। সম্প্রতি খারিজ হয়ে গেল আরমানের জামিনের আবেদন। বম্বে হাই কোর্টের বিচারপতি নীতিন সাম্ব্রে জানিয়েছেন, মাদক মামলা হলেও শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর জামিন পাওয়ার সঙ্গে এটি তুলনীয় নয়। তিনটি মামলাকে এক সুতোয় বাঁধাও উচিত নয়। কারণ, কোহলীর ক্ষেত্রে মাদক-যোগের প্রমাণ মিলেছে।