old_সর্বশেষ খবর জামিন পাবেন না আরমান কোহলী ! Harmeet 29 Dec 2021 15:44 IST Follow UsNew Updateনিজস্ব সংবাদদাতাঃ গত অগস্ট মাসে মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড অভিনেতা এবং প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলী। আরমানের মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেছিল এনসিবি। সম্প্রতি খারিজ হয়ে গেল আরমানের জামিনের আবেদন। বম্বে হাই কোর্টের বিচারপতি নীতিন সাম্ব্রে জানিয়েছেন, মাদক মামলা হলেও শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর জামিন পাওয়ার সঙ্গে এটি তুলনীয় নয়। তিনটি মামলাকে এক সুতোয় বাঁধাও উচিত নয়। কারণ, কোহলীর ক্ষেত্রে মাদক-যোগের প্রমাণ মিলেছে। bollywood maharashtra entertainment mumbai NCB arman koholi Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন