New Update
/anm-bengali/media/post_banners/3svvD6U5ne1sOXkF89yE.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিয়ে বেজায় বিরক্ত তৃণমূল সাংসদ সৌগত রায়। বালিকে আলাদা করার বিলে সই করা নিয়ে যে দোটানা চলছে তারপর থেকেই একের পর এক ট্যুইট করে চলেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে নিশানা করতেও ছাড়েননি। আর তাতেই চটেছেন সৌগত। তাঁর কথায়, "রাজ্যপাল হোয়াটসঅ্যাপ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। মুখ্যমন্ত্রীর নিন্দা করে প্রায়ই পাঠাচ্ছেন মেসেজ।আমি জবাব দিচ্ছি না, দিলেই প্রকাশ করে দেবেন, আমি প্রভাবিত হব না। বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ধূর্ত রাজনীতিবিদের মতো কাজ করছেন। ২২ তারিখ বললেন, হাওড়ার সমস্যা মিটে গেছে। পরেরদিন বললেন, সই করেননি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us