দক্ষিণ ২৪ পরগনায় ২৭০ কোটি মূল্যের ৫৮টি প্রকল্প উদ্বোধনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
দক্ষিণ ২৪ পরগনায় ২৭০ কোটি মূল্যের ৫৮টি প্রকল্প উদ্বোধনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রীর তিনদিনের গঙ্গাসাগর সফরের আজ দ্বিতীয় দিন। প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন তিনি। একাধিক উন্নয়ন প্রকল্পে বরাদ্দর ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকে ২০০ কোটির পানিয় জল প্রকল্পের আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে ক্যানিংয়ে মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির ঘোষণা করেছেন। জানিয়েছেন, "ডায়মণ্ড হারবারে স্পোর্টস প্রকল্পের ভাবনা রয়েছে সরকারের। দক্ষিণ ২৪ পরগনায় ম্যানগ্রোভ অরণ্যে জোর দেওয়া হচ্ছে। দুয়ারে সরকারের ৮৫ হাজার ফর্ম বিলি করা হয়েছে ইতিমধ্যেই। ৩ জানুয়ারি নেতাজি ইন্ডোরে ছাত্রদের নিয়ে অনুষ্ঠান হতে চলেছে। বিভিন্ন প্রকল্পের জন্য ৮৬৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যারা বাঘ ধরেছেন তাদেরকে পুরস্কার দেবে রাজ্য সরকার। সংক্রমণ বাড়লে স্কুল বন্ধের কথা ভাবা হবে। স্কুল খোলা রাখার মতো পরিস্থিতি রয়েছে কী?" শিক্ষা সচিবকে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। ওমিক্রন নিয়েও উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।