আরও রোমান্টিক হয়ে উঠুক মিলনের মুহূর্ত

author-image
Harmeet
New Update
আরও রোমান্টিক হয়ে উঠুক মিলনের মুহূর্ত

নিজস্ব সংবাদদাতাঃ লজ্জা নারীর ভূষণ। ছোটবেলা থেকেই এই কথাটা এমন মনে গেঁথে গিয়েছে যে, ভালবাসার মানুষটির সামনেও লজ্জার চোখরাঙানিতে বিবস্ত্র হতে মন চায় না! কেমন যেন খুঁত-খুঁত করে। কিন্তু এমনটা হওয়া তো উচিত নয়! প্রেম তো মানুষের শরীর দেখে হয় না, হয় মন দেখে। তা হলে ভয় কীসের! শরীর যেমনই হোক না কেন, মানে, আপনি রোগা, মোটা, আপনার ভুঁড়ি আছে, কোমরটি মোটেও সরু নয়, ইত্যাদি যত খুঁতই থাকুন না কেন, জানবেন, আপনার মনের মানুষের কাছে আপনিই সব! তাই লজ্জার পর্দা সরিয়ে নিজেকে মেলে ধরুন। ঘুচে যাক সব ভয়। দেখবেন, ম্যাজিক ক্রিয়েট হতে সময় লাগবে না। তাই আর অন্ধকারে নয়, বরং হালকা আলো জ্বেলেই শুরু হোক দুষ্টুমি!